আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্হতায় অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হল ভারত পাকিস্তান। যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি।শনিবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব। তিনি বলেন, “আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্থল, আকাশ ও জলপথে কোনও আক্রমণ চালানো হবে না।” তিনি আরও জানান, দুপুর ৩টে ৩৫ নাগাদ সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে পাকিস্তানই যোগাযোগ করে। আগামী ১২ মে ফের সামরিক প্রধানরা বৈঠক করবেন। ওইদিনই পরবর্তী পদক্ষেপ জানা যাবে।
অন্যদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও পোস্ট করে লিখেছেন, “ভারত ও পাকিস্তান অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।” দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার আগেই একটি সোশাল মিডিয়া পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি লেখেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” ‘যুদ্ধ’ থামায় দুই দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।