আমুদরিয়া নিউজ: দিল্লি টেস্ট পঞ্চম দিনে টেনে নিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ভারতের জয় সময়ের অপেক্ষা মাত্র। ১২১ রান তাড়া করতে নেমে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৬৩। জিততে দরকার মাত্র ৫৮ রান। এ দিন ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। শতরান করেন জন ক্যাম্পবেল এবং শাই হোপ। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১২১ রান তাড়া করতে নেমে মাত্র ৮ রান করে ফেরেন যশস্বী জয়সওয়াল । লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ২৫ রানে। আর সাই সুদর্শন অপরাজিত ৩০ রানে।