আমুদরিয়া নিউজ: মহিলাদের এক দিনের বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। জায়গা পাননি শেফালি বর্মা। বাংলা থেকে দলে রয়েছেন রিচা ঘোষ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
মহিলাদের এক দিনের বিশ্বকাপের ভারতীয় দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা এবং যস্তিকা ভাটিয়া।
স্ট্যান্ডবাই: তেজল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি এবং সায়ালি সাতঘরে।