আমুদরিয়া নিউজ: ওভাল টেস্ট জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উপরে উঠে এল ভারত। ম্যাচ শুরুর আগে ভারত ছিল চতুর্থ স্থানে। তবে ওভাল টেস্ট জেতার পর এখন ভারতের ঝুলিতে ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে ৪৬.৬৭ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। এদিকে এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে। শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। দ্বিতীয় শ্রীলঙ্কা। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এখনও অভিযান শুরু করেনি।