আমুদরিয়া নিউজ: এবার থেকে দেশের মাটিতে যে কোনও ধরনের জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। সেই অনুযায়ী জবাবও দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইজরায়েল এই নীতিতে বিশ্বাসী। দেশের মাটিতে যে কোনও নাশকতা হামলাকে যুদ্ধ হিসেবে গণ্য করে প্রত্যাঘাত করে তারা। এই নীতি গ্রহণ করেছিলেন ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। সেই নীতিই এবার গ্রহণ করল ভারত।
