আমুদরিয়া নিউজ: পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত। বুধবার রাতে নয়াদিল্লি এই ঘোষণা করেছে। পাকিস্তানি বিমানের জন্য আগামী ২৪মে পর্যন্ত বন্ধ করা হয়েছে ভারতের আকাশসীমা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তানের যাত্রীবাহী বা সামরিক কোনও বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। গত বৃহস্পতিবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান।
ছয়দিনের মাথায় একই পদক্ষেপ করল ভারত। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এ বার ইসলামাবাদকে সমস্যায় পড়তে হবে। কারণ ওই বিমানগুলিকে অনেকটা ঘুরে গন্তব্যে পৌঁছোতে হবে। ফলে বিমানে জ্বালানিও লাগবে আগের চেয়ে বেশি। খরচও বাড়বে।