আমুদরিয়া ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘ভুল তথ্য এবং ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফের এক্স হ্যান্ডল ‘ব্লক’ করল ভারত। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই বার বার মুখ খুলেছেন আসিফ। কখনও ‘আন্তর্জাতিক তদন্তের’ দাবি করেছেন, আবার কখনও পাকিস্তানের সেনাবাহিনীর তৈরি থাকা এবং পারমাণবিক অস্ত্রভান্ডার ব্যবহারের কথাও বলেছেন।
সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ‘‘আমরা আমাদের বাহিনীকে তৈরি রাখছি। পরিবর্তিত পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। তাই আমরা সেই পথেই হাঁটছি।’’ মঙ্গলবারই তাঁর অ্যাকাউন্ট ‘ব্লক’ করল ভারত। এদিকে উসকানিমূলক মন্তব্য এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচারের অভিযোগে ইতিমধ্যে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। যার মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজের ইউটিউব চ্যানেল। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে।