আমুদরিয়া নিউজ: হকির এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে আনল ভারত। শুরুর দু’মিনিটের মাথায় এগিয়ে গিয়েও ১-৪ গোলে হারতে হল মালয়েশিয়াকে। এদিন খেলা শুরুর দু’মিনিটের মধ্যেই শাফিক হাসানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। তবে দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফর্মে ফেরে ভারত। ভারতের প্রথম গোল করেন মনপ্রীত। মাত্র মিনিটদুয়েকের মধ্যে ১৯ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে লিড নেয় ভারত। ২৪ মিনিটে আবারও গোল করেন শৈলানন্দ লাকড়া। একটি কোয়ার্টারে তিন গোল করে ভারত। ৩৮ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন বিবেক সাগর প্রসাদ। এদিন জয়ের ফলে সুপার ফোরের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেলেন হরমনপ্রীতরা।