আমুদরিয়া নিউজ: পিছিয়ে গেল ভারত বাংলাদেশ সিরিজ। চলতি বছর ১৭ অগস্ট থেকে সিরিজ় শুরু হওয়ার কথা ছিল। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিরিজটি বলে শনিবার জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে এই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।” হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ভাল নয়। অশান্ত অবস্থায় সে দেশে নিজেদের ক্রিকেট দলকে পাঠাতে চাইছে না ভারত। তাই শেষমেশ সিরিজটি স্থগিত হয়ে গেল।