আমুদরিয়া নিউজ : ডিএমকে সাংসদ দয়ানিধি মারানের এক মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে চারবারের সাংসদ মারান উত্তর ভারতের নারীদের নিয়ে করা মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। চেন্নাইয়ের এক সরকারি মহিলা কলেজে ছাত্রীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, তামিলনাড়ুতে মেয়েদের পড়াশোনায় উৎসাহ দেওয়া হয়, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে শেখানো হয়। কিন্তু উত্তর ভারতে মেয়েদের বলা হয় ঘরে থাকতে, রান্নাঘরে কাজ করতে। সন্তান জন্ম দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। মারানের এই বক্তব্যকে উত্তর ভারতের নারীদের অপমান বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপি সহ একাধিক দল তাঁর বিরুদ্ধে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। ডিএমকে অবশ্য বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, এটি শিক্ষার গুরুত্ব বোঝাতে বলা হয়েছে।