আমুদরিয়া নিউজ: সোমবার দেশ জুড়ে পালিত হয়েছে দীপাবলি। আর এই আলোর উৎসবের সঙ্গেই যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়ঙ্কর পরিস্থিতির তুলনা টেনে বিতর্কে জড়ালেন পরিচালক রাম গোপাল ভার্মা। এক্স হ্যান্ডেলে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে রামগোপাল লেখেন, ‘ভারতে দিওয়ালির উদযাপন হয় শুধুমাত্র একদিন, আর গাজায় তো রোজ দিওয়ালি।’ এই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাঁদের মতে, যেখানে গাজায় প্রতিদিন নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সঙ্গে একটি ধর্মীয় উৎসবের তুলনা টানা শুধু কুরুচিকরই নয়, অমানবিকও বটে। একাধিক কটুক্তিতে ছেয়ে যায় রামগোপাল ভার্মার ব্যাঙ্গাত্মক দিওয়ালি পোস্ট। অবশ্য রাম গোপাল ভার্মাকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। বিভিন্ন সময়ে ৬৩ বছর বয়সি পরিচালকের বেফাঁস মন্তব্য বা ছবির বিষয়বস্তু নিয়ে জলঘোলা হয়েছে।