আমুদরিয়া নিউজ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির তোষাখানা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ হওয়ার পর ইমরান খান তাঁর সমর্থকদের প্রতিবাদে নামার ডাক দিয়েছেন। পরিস্থিতি সামলাতে রাওয়ালপিন্ডি শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১,৩০০ পুলিশ ও নিরাপত্তাকর্মী রাস্তায় নেমেছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য বিশেষ বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়াও আরও কিছু দল প্রতিবাদের কথা বলেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।