আমুদরিয়া নিউজ: সদ্যই পাক সেনার ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। আর এই ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র কটাক্ষ ছুড়লেন জেলবন্দি ইমারান খান। লিখলেন, “জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। তবে সত্যি করে বলতে গেলে ওকে রাজা খেতাব দিলেই সেটা বেশি গ্রহণযোগ্য হত। কারণ এই মুহূর্তে দেশে জঙ্গলরাজ চলছে। আর জঙ্গলে সবসময় একজনই রাজা থাকে।” প্রসঙ্গত, জেনারেল মুনিরকে বৃহস্পতিবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সামরিক কর্মকর্তা হিসাবে এই পদমর্যাদা লাভ করলেন মুনির।
