আমুদরিয়া নিউজ: বেআইনি বেটিং অ্যাপের প্রচার করার জন্য ইডির সমন পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তাঁকে আজই হাজিরা দিতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবৈধ বেটিং অ্যাপ নিয়ে বেশ কয়েক দিন ধরেই তদন্ত করছে ইডি। অনৈতিক ভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে এই অ্যাপগুলির বিরুদ্ধে। লক্ষ কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে বলে জানা গিয়েছে। যে বেটিং অ্যাপের সঙ্গে ধাওয়ান যুক্ত, সেটি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত বলে জানা গিয়েছে। সরকার সেই অ্যাপটির বিরুদ্ধে তদন্তও করছে। ধাওয়ান ওই অ্যাপটির প্রচার করতেন বলে জানিয়েছে ইডি। তাই তাঁকে দফতরে ডাকা হয়েছে এবং কী ভাবে তিনি ওই অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন তা জানতে চাওয়া হবে। ধাওয়ানের বয়ান রেকর্ড করা হতে পারে বলে খবর।