আমুদরিয়া নিউজ: চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা অনুষ্ঠানে উত্তেজনা । এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। বিজেপির অভিযোগ, মঞ্চ বানানোর জন্য ট্রাকটি ভিআইপি মোড় সংলগ্ন রাস্তার কাছে রাখা হলে পুলিশ বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই স্থানে ট্রাক রাখা যাবে না কারণ হাইকোর্ট ট্রাফিক সচল রাখতে বলেছে। এই নিয়ে জলপাইগুড়ি জেলার বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায়ের সঙ্গে পুলিশের মধ্যে বচসা শুরু হয় । পুলিশ অফিসার প্রশ্ন করেন, “আপনি ট্রাক সরাবেন না?” উত্তরে বিজেপি নেতা জানান, না। নেতা আরও বলেন, ‘বেশি কিছু করলে আমরা মেইন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে, করুন।’