আমুদরিয়া নিউজ: কৃত্রিম মেধার উপর ‘ভরসা’ করেই প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করল তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম। যে সমস্ত কর্মীর চাকরি গিয়েছে তাঁরা বেশিরভাগই সংস্থাটির ‘হিউম্যান রিসোর্স (এইচআর)’ বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। চলতি মাসের শুরুতেই জানা যায়, আইবিএমের প্রায় ২০০টি এইচআর পদে কর্মকর্তাদের সরিয়ে সেখানে বসানো হয়েছে এআই এজেন্ট। এই সফটওয়্যার এজেন্টগুলো তথ্য বাছাই, কর্মীদের প্রশ্নের উত্তর দেওয়া বা অভ্যন্তরীণ নথি প্রক্রিয়াকরণের মতো কাজগুলি সম্পাদন করতে পারে। এমনকী মানুষের থেকে অনেক দ্রুত গতিতে তারা এই কাজগুলি করতে সক্ষম। তাই ধারণা করা হচ্ছে, কোম্পানির ভেতরে এআই এজেন্টের ব্যবহার বাড়ায় কর্মী ছাঁটাই করছে আইবিএম । বিশ্ববাজারে কৃত্রিম মেধার বাড়বাড়ন্ত ব্যাপকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি, এর জেরে চাকরির বাজারে সংকট তৈরি হলেও চাকরির বিকল্প রাস্তাও খুলে যাবে এটাও অস্বীকার করার জায়গা নেই।
