আমুদরিয়া নিউজ: ব্রিটেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য চিন এবং ইউরোপের দেশগুলিকে নিশানা করলেও ভারত সম্পর্কে কড়া কোনও মন্তব্য শোনা গেল না তাঁর গলায়। তিনি বলেন, “আপনারা তো জানেনই, আমি ভারতের খুবই ঘনিষ্ঠ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। উনিও খুব সুন্দর বার্তা দিয়েছেন। তা সত্ত্বেও আমি ভারতকে শাস্তি দিয়েছি।” শুল্ক জটিলতা কাটার পথে বেশ খানিকটা এগিয়েছে ভারত-আমেরিকা। মঙ্গলবার দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
