আমুদরিয়া নিউজ : ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সোমবার মাদকদ্রব্য সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্রের সাথে মিলে কোকেন পাচারের একটি নেটওয়ার্ক তদারকি করার অভিযোগ রয়েছে এবং তিনি চারটি ফৌজদারি অভিযোগের মুখোমুখি: মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখা। মাদুরো একজন দোভাষীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন তিনি এখনও নিজের দেশের রাষ্ট্রপতি। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরো বলেছেন যে এই ঘটনাগুলো ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল মজুদের উপর সাম্রাজ্যবাদী পরিকল্পনার একটি মুখোশ মাত্র। এর পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ ধার্য করা হয়েছে।