আমুদরিয়া নিউজ : মোবাইলের দোকানে ডিসপ্লেতে লাগানো ছিল মোবাইল। একটি খুদে মেয়ে এসে হাতে নেয় মোবাইলটি। এরপর তার ব্যাগপত্র খুলে কাজ করার জন্য মোবাইলটি নিয়ে মাটিতে বসে পড়ে। দোকানের এক কর্মচারী এসে দেখেন ওই খুদে মাটিতে বসে। তিনি মোবাইলটি তার হাত থেকে নিয়ে নেন। দোকানের সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড হতে থাকে। তবে ওই কর্মচারী মোটেই ছোট মনের মানুষ নন। তিনি এরপর একটি লম্বা টুল নিয়ে আসেন খুদে শিশুটির জন্য। সে যাতে মাটিতে বসার বদলে টেবিলে রেখে মোবাইলটি হাতে নিতে পারে সেই ব্যবস্থা করে দেন ওই কর্মচারী। ভিডিও দেখে নেটিজেনেদের কমেন্ট, মনুষ্যত্বই আনন্দ নিয়ে আসে।
