আমুদরিয়া নিউজ: বেআইনি পার্কিং নিয়ে বচসার জেরে খুন অভিনেত্রী হুমা কুরেশির পিসতুতো ভাই আশিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায়। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে গতকাল রাতে দু’জন যুবক স্কুটারে চড়ে কুরেশির বাড়ির সামনে আসে। ঠিক প্রবেশপথের মুখে স্কুটার রাখতে যায়। তাতে বাধা দেন অভিনেত্রীর ভাই। এই নিয়ে দুপক্ষের কথা কাটাকাটিও হয়। অভিযোগ, তারপরেই আসিফের উপরে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আসিফ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে খুনের অস্ত্রও।