আমুদরিয়া নিউজ : বলিউড সুপারস্টার হৃতিক রোশন আজ তাঁর ৫৩তম জন্মদিন উদ্যাপন করছেন। এই বিশেষ দিনে পরিবার, বন্ধু ও অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তিনি। বাবা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে ছেলেকে শুভেচ্ছা জানান। “ডুগ্গু, প্রতি বছর তোমাকে আরও বেশি ভালোবাসি। শুভ জন্মদিন,”—লেখেন তিনি। পোস্টে থাকা ছবিতে দেখা যায়, হৃতিক নিজের ছোটবেলার রূপকে আলিঙ্গন করছেন, যা তাঁর দীর্ঘ অভিনয় যাত্রার প্রতীক হয়ে উঠেছে। প্রাক্তন শ্বশুর ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় খানও স্মৃতিচারণা করে হৃতিকের প্রশংসা করেন। এছাড়া, হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু তারকা।