আমুদরিয়া নিউজ: ভারতের মহিলা ক্রিকেট দল এই প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে। এই জয়ের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া রবিবার জানান, গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এছাড়াও বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসাবে ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতের মহিলা দল। এই টাকা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ২০২৩ সালে ছেলেদের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, হরমনপ্রীতেরা তার চেয়ে ৪ কোটির বেশি টাকা পেয়েছেন। আর রানার্স হওয়ায় দক্ষিণ আফ্রিকা পেল ২০ কোটি টাকা। বিশ্বকাপে খেলা প্রতিটি দল পেয়েছে ২ কোটি টাকা করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পেয়েছে ৫.৮ কোটি টাকা করে। সপ্তম এবং অষ্টম স্থানে শেষ করা দল পেয়েছে ২.৩ কোটি টাকা করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য ২৮ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে।