আমুদরিয়া নিউজ: হাসপাতাল নির্মাণে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে মোট ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি । এ দিন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, দিল্লিতে আপের সরকার চলাকালীন ২০১৮-১৯ সালে ২৪টি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়। কথা ছিল ৬ মাসের মধ্যে আইসিইউ বেড-সহ হাসপাতালগুলি নির্মাণ হবে। তবে এতদিন পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। অথচ খরচ হয়ে গিয়েছে ৮০০ কোটির বেশি। স্বাস্থ্য ক্ষেত্রে ব্যপক দুর্নীতির অভিযোগে গত জুন মাসে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন শাখা। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পাশাপাশি এই মামলায় নাম ওঠে ভরদ্বাজের। সেই মামলার ভিত্তিতেই এদিন তল্লাশি অভিযানে নেমেছে ইডি। অন্যদিকে, অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। দলের শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া বলেন, “যখন ঘটনাটি ঘটেছে, তখন সৌরভ ভরদ্বাজ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না। গোটা মামলাটাই ভুয়ো। সত্যেন্দ্র জৈনের ক্ষেত্রেও যেমন মিথ্যা মামলা সাজানো হয়েছিল, এটাও তেমনই।”
