আমুদরিয়া নিউজ: ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। এনিয়ে এবার অবিলম্বে মুখ্যসচিবকে পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একাধিক প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন? রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে হাই কোর্টের নির্দেশ, আদালতের এই প্রশ্নগুলো ওড়িশার মুখ্যসচিবকে পাঠাতে হবে। জবাব দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। সম্প্রতি অভিযোগ ওঠে, বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের কয়েকজন পরিযায়ী শ্রমিককে ওড়িশায় আটকে রাখা হয়। শুধুমাত্র ওড়িশা নয়, দিল্লিতেও এভাবে বাংলার শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। বিষয়টি আদালতের নজরে এলে স্বতঃপ্রণোদিত শুনানি শুরু হয়।
