আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ যত দ্রুত সম্ভব শুরুর করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১০০ দিনের কাজের যে টাকা রাজ্যের প্রাপ্য বকেয়া, সেই ব্যাপারে হলফনামা দিতে হবে কেন্দ্রকে। এক মাস পরে শুনানি হবে। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ ওই আদেশ দিয়েছেন।