আমুদরিয়া নিউজ : হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবতাবাইকে গত সপ্তাহে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী হত্যা করে। এ ঘটনার প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। শুক্রবার সম্প্রচারিত এক ভাষণে তিনি তাবতাবাইর হত্যাকে ‘স্পষ্ট আগ্রাসন এবং নৃশংস অপরাধ’ বলে আখ্যায়িত করেন। কাসেম বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে এবং কখন, কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে—তা আমরা নিজেরাই ঠিক করব।