আমুদরিয়া নিউজ: ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে। এবিষয়ে প্রথমবার মুখ খুললেন হাসিনা, সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি । তাঁর কথায়- এই রায় পক্ষপাতদুষ্ট, উদ্দেশ্যপূর্ণ এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। হাসিনা বলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। কারণ তাঁর কোনও আইনজীবীকেও আদালতে লড়াই করার সুযোগ দেওয়া হয়নি। তাই এই রায় সম্পূর্ণ একতরফা। রায় নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিশ্বের কোনও পেশাদার আইনজীবী বাংলাদেশের এই আদালত বা তাদের রায়কে সমর্থন করবেন না। তাঁর দাবি, তাঁকে ক্ষমতা থেকে সরানো এবং আওয়ামী লিগকে দুর্বল করার জন্যই এই আদালতকে ব্যবহার করা হয়েছে। হাসিনা আরও বলেন, তিনি যে কোনও আদালতের মুখোমুখি হতে প্রস্তুত, কিন্তু সেখানে তাঁর আইনজীবীকে মামলা লড়ার সুযোগ দিতে হবে এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে।