আমুদরিয়া নিউজ: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গত মে মাসে গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার জ্যোতি মলহোত্রা। শনিবার তাঁর জামিনের আবেদন খারিজ করল হরিয়ানার হিসারের আদালত। আদালতের যুক্তি জামিন দিলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। এমনকি প্রমাণ লোপাটেরও চেষ্টা করতে পারেন। প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে চরবৃত্তির প্রমাণ মিলেছে জ্যোতির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ২৫০০ পাতার চার্জশিট পেশ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। চার্জশিটে এটাও দাবি করা হয়েছে যে, দিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত দানিশ আলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জ্যোতি।