আমুদরিয়া নিউজ: গবেষণা খাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়ে এবার ফেডেরাল আদালতের রোষের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বদলের নির্দেশ দিয়েছে আদালত। প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপরই ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় হার্ভাড। সেখানেই বড় আইনি জয় পেল বিশ্ববিদ্যালয়টি। বুধবার বিচারক অ্যালিসন বারোস জানান, আমেরিকার প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উপর ‘প্রতিশোধমূলক’ আচরণ করেছে। শুধু তাই নয়, হার্ভাডের অনুদান বন্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলেও আখ্যা দিয়েছেন বিচারক। তাঁর নির্দেশ, মার্কিন প্রশাসনের এধরনের নির্দেশ দ্রুত বদল করতে দ্রুত পদক্ষেপ করতে হবে।
