আমুদরিয়া নিউজ: সুপারম্যানের পোশাক পরে পোজ দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে দলের সমাজমাধ্যমে। সেখানে অধিনায়ক হার্দিক পাণ্ড্য, অর্জুন তেন্ডুলকর, নমন ধীর, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, কর্ণ শর্মাকে সুপারম্যানের পোশাকে দেখা গিয়েছে। কিন্তু কেন এই সাজ? মুম্বই ইন্ডিয়ান্সের দলের অন্তরের নিয়ম অনুযায়ী কেউ যদি দলের মিটিং, অনুশীলন বা বাসের জন্য দেরি করে আসেন, তাহলে তাদের মজাদার এই শাস্তি দেওয়া হয়। মুম্বই দলের কোন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ অনুশীলনে, দলের বৈঠকে এবং যাতায়াতের সময়ে দেরি করে আসেন তার একটি তালিকা তৈরি করা হয়েছে দল পরিচালন সমিতির তরফে। শাস্তি স্বরূপ প্রত্যেককে কমিক চরিত্র সুপারম্যানের পোশাক পরতে হয়েছে। তবে পোশাকের মাঝে ‘এস’ অক্ষরটির বদলে মুম্বই ইন্ডিয়ান্সের লোগো দেওয়া রয়েছে। প্রসঙ্গত চলতি আইপিএলে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বই শিবির।