আমুদরিয়া নিউজ: ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, হামাসের গোপন ডেরার তথ্য ফাঁসের অভিযোগে ৩ প্যালেস্তিনীয়কে প্রকাশ্যে হত্যা করল হামাস। সংবাদ সংস্থা জানিয়েছে শহরের কেন্দ্রস্থলে শিফা হাসপাতালের বাইরে এই নৃশংস হত্যাকাণ্ড চলে। সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তিন অভিযুক্তকে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসানোর পর আরবি ভাষায় তাঁদের অপরাধ জনতার সামনে শোনানোর পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনের পর মৃতদেহের উপর কাগজের টুকরো রাখা হয় যেখানে লেখা, ‘বিশ্বাসঘাতকরা শাস্তি পাবেই। প্রত্যেকের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।’ জানা যাচ্ছে, যাঁদের হত্যা করা হয়েছে তাঁদের একজন স্বীকার করেছেন ইজরায়েলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
