আমুদরিয়া নিউজ: আগামী ৫ নভেম্বর গুরু নানকের জন্মজয়ন্তী। এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় ২১০০ ভারতীয় শিখকে ভিসা দিল পাকিস্তান। বুধবার ভারতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনের তরফে সমাজমাধ্যমে এমনটাই জানানো হয়েছে। প্রতিবছর নানকজয়ন্তীতে পাকিস্তানের শিখ ধর্মীয় স্থানগুলিতে প্রতিনিধিদল যায় ভারত থেকে। পহেলগাঁওয়ের জঙ্গিহানা এবং অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। এ অবস্থায় পাকিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার ছাড়পত্র মিলবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।