আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্যালেস্টাইনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রেটা। প্ল্যাকার্ডে লেখা, ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি। সেখানে গণহত্যার বিরোধিতাও করি।’ ওই বিক্ষোভের আয়োজক সংস্থার কয়েকজন দাবি করেন, গ্রেটা থুনবার্গকে ইংল্যান্ডের সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে আটক করা হয়েছে। কেন তিনি প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ করেছেন, সে জন্য পুলিশ তাঁকে ধরেছে বলে আয়োজকদের দাবি।
ইজরায়েলের সঙ্গে ব্যবসা করে এমন একটি সংস্থার অফিসের বাইরে বিক্ষোভ হচ্ছিল। লন্ডন পুলিশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড দেখানোয় তাঁকে ধরা হয়েছে। গত জুলাই থেকে ইংল্যান্ডে প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছে।
লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
Leave a Comment