আমুদরিয়া নিউজ: প্রয়োজন পড়লে ভারতীয় সেনাকে সাহায্য করবে টেরিটোরিয়াল আর্মি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকেই। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এ দিন সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনাপ্রধান অনিল চৌহান ছাড়াও উপস্থিত ছিলেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এয়ার চিফ মার্শাল এপি সিং এবং নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, টেরিটোরিয়াল আর্মি হল অস্থায়ী সেনা। ১৯৪৮ সালের ‘টেরিটোরিয়াল আর্মি অ্যাক্ট’ অনুসারে এটি গঠন করা হয়। নির্দিষ্ট কয়েকটি মানদণ্ডে উত্তীর্ণ হতে পারলে সাধারণ মানুষও এই অস্থায়ী সেনায় যোগ দিতে পারেন। সঙ্কটকালীন পরিস্থিতিতে কিংবা আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় এই সেনার সঙ্গে যুক্তদের ডেকে পাঠানো হয়। এর আগে ১৯৬৫ এবং ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ, কার্গিল যুদ্ধে অংশ নিয়েছেন টিএ-র সদস্যেরা।