আমুদরিয়া নিউজ : তাঁদের গণধোলাই দেওয়া হতে পারে, এই যুক্তি দেখিয়ে আগাম জামিন চেয়েছিলেন গোয়ার সেই নাইট ক্লাবের মালিক দুই ভাই গৌরব ও সৌরভ লুথরা। কিন্তু, গোয়া আদালত জানিয়ে দিয়েছে, দুই ভাইয়ের যুক্তি আদালত মানতে পারছে না। সেই সঙ্গে দুই ভাই আগুন লাগার পরে থাইল্যান্ডে যাওয়ার টিকিট কেটেছিলেন বলে প্রমাণ মিলেছে বলেও আদালতে তথ্য পেশ হয়েছে। সে কথা উল্লেখ করে আদালত দুজনের আগাম জামিনের আবেদন খারিজ করেছে। দুই ভাইকে থাইল্যান্ড পুলিশ শীঘ্রই গোয়া পুলিশের হাতে তুলে দেওয়ার কথা। গোয়ায় ওই নাইট ক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে।