আমুদরিয়া নিউজ : চিনের একটি প্রতিষ্ঠান হল চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংস। তার জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুইকে ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সম্প্রতি সেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে। মঙ্গলবার তাঁর সাজা কার্যকর হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। কীভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। জি এম থাকার সময়ে তিনি সব মিলিয়ে ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেন বলে অভিযোগ। তদন্তে দোষী প্রমাণিত হন। চিনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।