আমুদরিয়া নিউজ : লোকসভায় তীব্র বিরোধী বিক্ষোভের মধ্যেই ‘জি রাম জি’ বিল পাশ হল। বিলটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী সাংসদরা এর বিরোধিতা করে স্লোগান তোলেন এবং সংসদের ভিতরে প্রতিবাদ শুরু করেন। নতুন প্রস্তাব অনুযায়ী গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থানের গ্যারান্টি বছরে ১২৫ দিনে বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু এর সঙ্গে রাজ্য সরকারগুলোর জন্য আর্থিক দায়ও বাড়বে। কেন্দ্র যদি মোট খরচের প্রায় ৯৫ হাজার কোটি টাকা বহন করে, তখন রাজ্যগুলোকে বছরে প্রায় ৫৫,০০০ কোটি টাকার বেশি খরচ করতে হবে। যা বিরোধীরা বিরোধিতার কারণ বলে উল্লেখ করেছেন। বিল পাশ হওয়ার সময় এরকমই আরও নানা অভিযোগের মধ্যেই বিরোধীদের একাংশ সংসদ কক্ষ ত্যাগ করেন। তীব্র হট্টগোলের মাঝেই শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাশ হয়। বিরোধীরা জানিয়েছে, তাঁরা এই বিলের বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামবেন।