আমুদরিয়া নিউজ : তিনি নিরস্ত্রই ছিলেন। হাতে তাঁর একটি লাঠি পর্যন্ত ছিল না। তবে তিনিও কম যান না। প্রাণের ভয় না করেই ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে নিরস্ত্র করে বহু সংখ্যক মানুষের প্রাণ বাঁচালেন পেশায় ফল বিক্রেতা ওই ব্যক্তি। নাম আহমেদ আল আহমেদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হাজির হয় দুই বন্দুকধারী। একটু পরে তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেই মুহূর্তে নিজের প্রাণের কথা না ভেবে খালি হাতেই এক বন্দুকধারীর দিকে ছুটে যান আহমেদ। তিনি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নেন এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। হামলার সময় কয়েকজন সাধারণ মানুষও আহত হন। আহমেদের এই সাহসিকতার জন্য তাঁকে ‘হিরো’ বলে প্রশংসা করছেন অস্ট্রেলিয়ার মানুষ ও প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রকাশ্যে তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তবে আহমেদ অক্ষত নন। তাঁর গুলি লেগছে। তিনি চিকিৎসাধীন।