আমুদরিয়া নিউজ: ফের হিংসায় জ্বলছে মণিপুর। মঙ্গলবার রাজ্যের নোনি জেলায় কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। মৃতদের নাম, অ্যালেক্স, সেইবোই, পংবা, রিঙ্গো এবং র্যাম্বো। তাঁরা চিন কুকি মিজো আর্মি সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কুকি ন্যাশনাল আর্মি থেকে বিচ্ছিন্ন হয়ে ২ বছর আগে তৈরি করা হয়েছিল এই সংগঠন। পুলিশ জানিয়েছে, এই গুলির লড়াই চলে জেলা সদর দপ্তর নুংবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দেইভেংজাং গ্রামের জঙ্গলে। অঞ্চলটি মূল এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন। সেখানে সড়ক পথ বা মোবাইল নেটওয়ার্ক নেই ফলে সংঘর্ষের খবর অনেক দেরিতে আসে পুলিশে কাছে। খবর পাওয়ার পর সেখানে নিরাপত্তাবাহিনীর একটি টিম পৌঁছয়। প্রাথমিকভাবে অনুমান, ভারত মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই সংঘর্ষ।