আমুদরিয়া নিউজ : এক বন্ধু ব্যবসায়ীকে রেস্তোরাঁয় ডেকে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়ে টাকা, মোবাইল হাতিয়ে ফেরার দিল্লির তরুণীকে গ্রেফতার করা হল নেপাল থেকে। চার মাস ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। তাঁর বয়স ১৯ বছর। গত জুন মাসে আমন জুন নামে এক যুবককে রাজৌরি গার্ডেনের রেস্টোরাঁয় ডেকে খুন করিয়ে পালানোর অভিযোগ অনু ধনকরের বিরুদ্ধে।