আমুদরিয়া নিউজ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার শিবালিক শর্মাকে গ্রেপ্তার করল পুলিশ। গুজরাতের ক্রিকেটারকে সোমবার গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। জানা যাচ্ছে, অভিযোগকারিণী যোধপুরের কুড়ি ভগতসুনির সেক্টর ২-এর বাসিন্দা। তরুণী এফআইআরে জানিয়েছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বডোদরায় আলাপ হয়েছিল দু’জনের। তার পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে।
দুই পরিবারের সম্মতিতে বাগদানও হয় তাঁদের। বাগদানের পর শিবালিকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় অভিযোগকারিণীর। ২০২৪ সালে শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের অন্য জায়গায় বিয়ের কথা ভাবছে। এর পরেই পুলিশে অভিযোগ জানান ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই চলে তদন্ত। এর পরেই সোমবার গ্রেফতার করা হয় শিবালিককে। আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলেছেন শিবালিক। বাঁহাতি ব্যাটার ১০৮৭ রান করেছেন। ২০২৪ মিনি নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় শিবালিককে নিয়েছিল মুম্বই। কিন্তু একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। চলতি বছর নিলামে অবিক্রীত থাকেন তিনি।