আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই লন্ডনেই ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। বাঁ-হাতি স্পিনারের প্রয়ানে শোকস্তব্ধ গোটা ক্রিকেটদুনিয়া। শোকপ্রকাশ করেছে বিসিসিআই। এক্স হ্যান্ডেলে তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করা হয় বোর্ডের তরফে। ১৯৭৯ সালে দেশের হয়ে তাঁর অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছিলেন তিনি। টেস্টে ১১৪টি এবং এক দিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন।