আমুদরিয়া নিউজ: নিরাপত্তার স্বার্থে এক সপ্তাহের জন্য স্হগিত হয়েছে আইপিএল। শুক্রবার দুপুরে আইপিএল পিছিয়ে দেওয়ার কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ। এক সপ্তাহ পরে বৈঠক হবে। জানা যাবে আবার কবে শুরু হবে আইপিএল। এই আবহেই এবার বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন, ‘দেশে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। বিসিসিআইকে এটা করতেই হত কারণ একাধিক দেশি এবং বিদেশি প্লেয়ার আছে। আশা করব আইপিএল দ্রুত শুরু হবে। কারণ এটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ধর্মশালা, চণ্ডিগড়, দিল্লি, রাজস্থান, জয়পুরের যা পরিস্থিতি। এগুলো সবই আইপিএল ভেন্যু। আগেরদিন রাতে যা পরিস্থিতি হয়েছে, তাতে এটা খুবই দরকার ছিল। সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে এবং ম্যাচও খেলা হবে। বিসিসিআই আইপিএল শেষ করবে। এই পরিস্থিতি শীঘ্রই শেষ হয়ে যাবে। কারণ পাকিস্তান বেশিদিন এই চাপ নিতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বের করবে।” প্রসঙ্গত, এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি বাকি ম্যাচগুলি কবে এবং কোথায় হবে।