আমুদরিয়া নিউজ: এসসিও দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বেজিং গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাঁচ বছরে এটাই তাঁর প্রথম চিন সফর। মঙ্গলবার তিনি বৈঠকে বসলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সেই সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে জয়শংকর লেখেন, “এসসিও বিদেশমন্ত্রীদের সঙ্গে মিলে আজ সকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি আমাদের দুই দেশের সম্পর্কে যে উন্নতি হয়েছে সেই নিয়েও প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের দুই দেশের নেতারাও এই নিয়ে উদ্যোগ নিয়েছেন।” ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের কারণে উত্তেজনা তৈরি হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। এরপর এই প্রথম চিন সফরে গেলেন জয়শঙ্কর। শি জিনপিংয়ের আগে জয়শঙ্কর সোমবারই চিনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে পারস্পরিক আলোচনা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা বলে দু’পক্ষ।
