আমুদরিয়া নিউজ : দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নয়াব সিংহ সাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এদিনের শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কার্যত তাঁদের সাক্ষী রেখেই মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন নয়াব সিংহ সাইনি।