আমুদরিয়া নিউজ: রানওয়ে ছাড়ার পরেই বিমান ভেঙে পড়ে মৃত্যু হল দুইজনের। বুধবার সকালে ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের ঘটনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভেনেজ়ুয়েলার পারামিলো বিমানবন্দর থেকে উড়তে শুরু করেছিল ছোট বিমানটি। পরের মুহূর্তেই উল্টে গিয়ে রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। তার পরে দুই ইঞ্জিনের ওই বিমানে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের দুই চালক। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভেনেজ়ুয়েলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এরোনটিকস (আইএনএসি)।