আমুদরিয়া নিউজ : চট্টগ্রামের রাউজানে দুই হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। সুখ শীল ও অনিল শীলের বাড়ি পুড়ে ছাই হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ির দরজা বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করা হয়। বাসিন্দারা বাঁশ ও বেড়া ভেঙে জীবিত বাঁচতে পেরেছেন। রাউজান থানা দুষ্কৃতীদের খুঁজছে।
ঘটনার পর তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন,
‘চট্টগ্রামের রাউজানে হিন্দুদের ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বর্বর মুসলমানেরা। পুড়ে ছাই হয়ে গেছে বাড়িঘর। হিন্দুরা ঘর থেকে কষ্টেসৃষ্টে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছে। আবার কী ভরসায় তারা ঘর বানাবে? ইউনুস কি হিন্দুবিদ্বেষী বর্বর মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি এই খবর বিদেশে প্রচার হয়নি বলে তিনি ভ্রুক্ষেপ করবেন না? হিন্দুদের পুড়ে যেতে দেবেন!’
এর আগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।