আমুদরিয়া নিউজ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগে ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে মামলা করল গাজিয়াবাদের পুলিশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলার অভিযোগের ভিত্তিতে আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মহিলার বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, যশ দয়াল একাধিকবার অভিযোগকারিনী মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেন ও সহবাস করেন। যশের পরিবারও বিয়ে নিয়ে আশ্বাস দেয়। এর পর সহবাস থেকে সেটা গড়ায় মানসিক, শারীরিক অত্যাচারে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নং ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে আরসিবি পেসারের।