আমুদরিয়া নিউজ: ৪৪ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। এই বিশেষ দিনে প্রাক্তন ভারত অধিনায়ককে অভিনব উপায়ে শুভেচ্ছা জানাল ফিফা (FIFA)। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদের জার্সি নম্বর ব্যবহার করে মাহিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তাদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে তিন বিখ্যাত ফুটবলারকে-রোনাল্ডো, বেকহ্যাম এবং সন হিউং মিনকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সির নম্বর সাত। ডেভিড বেকহ্যাম সাত নম্বর জার্সিধারী। সন হিউং মিনের জার্সির নম্বরও সাত। এই তিন তারকার ছবি দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছে, ‘হ্যাপি থালা ডে’। তার সঙ্গে লেখা সাত এবং দেওয়া হয়েছে একটি কেকের ছবিও। এদিকে তাঁর জন্মদিনের কেক কাটার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কালো রংয়ের স্লিভলেস টি শার্ট পরে বন্ধুদের সঙ্গে কেক কাটছেন ধোনি।