আমুদরিয়া নিউজ : ভারতীয় খ্যাতনামা চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের বাছাই ছবি দিয়ে কাতারের দোহায় একটি জাদুঘর চালু হল। রবিবার সেটির উদ্বোধন হয়েছে। তাঁর নামে পৃথিবীতে এটাই প্রথম জাদুঘর। জাদুঘরের নাম য়া দেওয়া হয়েছে তা বাংলায় হল, ক্যানভাস ও কলম’। এডুকেশন সিটিতে ৩ হাজার বর্গমিটারের বেশি জায়গা জুড়ে তৈরি হয়েছে জাদুঘরটি। ফিদা হুসেনের জীবনের শেষ কয়েক বছরের ১৫০টির বেশি মূল চিত্রকর্ম ও ব্যক্তিগত সংগ্রহ সেখানে রয়েছে।